ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ইতিশাহ পারভীন (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের আব্দুল কাদের মিয়ার মেয়ে ও স্থানীয় ভেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রতিবেশী মো. মানিক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে পার্শ্ববর্তী পুকুরে গোসলের জন্য নামে। গোসলের এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। এ সময় তার সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির ঘণ্টা খানেক পেে  স্কুলছাত্রী ইতিশাহর মরদেহ খুঁজে পাওয়া যায় ।

শিবরামপুর ইউপি চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর