ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকার মিছিলে যাওয়ায় বাড়িঘর ভাঙচুর

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৬ জুন ২০১৯

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দের নৌকা প্রতীকের মিছিলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার এক সমর্থকের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা।

রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সিরাজ রাঢ়ীর ছেলে রিপন রাঢ়ী শনিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দের নির্বাচনী মিছিলে অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই অ্যাভোকেট ওবাইদুর রহমান কালু খানের কর্মী-সমর্থক একই গ্রামের রনক মোল্লা, বিল্লাল মোল্লা, সোবাহান রাঢ়ী, মোফাজ্জর আকন, মন্নান ফকিরসহ ১৫ থেকে ২০ জন সিরাজ রাঢ়ীর বাড়িতে হামলা চালায়। এসময় বসতবাড়ি ও আসবারপত্র ভেঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় সিরাজ রাঢ়ী, রিপন রাঢ়ী, আলেকজানসহ পাঁচজন গুরুতর আহত হন। এই ঘটনার জেরে রোববার সকালে আবারও বাড়িঘর ভাঙচুর করে।

Madaripur-1

এ ব্যাপারে ভুক্তভোগী রিপন রাঢ়ী বলেন, ‘আমরা আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থক হাওয়ায় আমাদের বাড়িঘরে হালমা চালানো হয়েছে। হামলাকারীরা আমার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল হক সর্দার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা দেয়নি। যদি কেউ মামলা দেয়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ কে এম নাসিরুল হক/এমবিআর/পিআর

আরও পড়ুন