ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সতর্ক বার্তা দিয়ে ডিসির ফেসবুকে স্ট্যাটাস

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৬ জুন ২০১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনগণকে প্রতারক চক্রের ব্যাপারে সাবধান করলেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক একাউন্ট ‘ডিসি কক্সবাজার’ থেকে এ সতর্ক বার্তা দেয়া হয়।

সতর্ক বার্তায় বলা হয়, গ্রামীণফোনের +৮৮০১৭১৫৪১৬২৯৭ মোবাইল নম্বরটি কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বর দাবি করে একটি প্রতারক চক্র জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। অথচ নম্বরটি কক্সবাজারের জেলা প্রশাসকের নয়।

সতর্ক বার্তায় ওই প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন না করার পাশাপাশি তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতেও জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাজাহান আলি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজারের পুলিশ সুপার ও কক্সবাজার সদর মডেল থানার ওসিকে শনিবার পত্র দেয়া হয়েছে।

খবরটি জানার পর পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানান কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসাইন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

আরও পড়ুন