ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক চোরাচালান মামলায় ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

পঞ্চগড়ে মাদক চোরাচালান মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ডসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ এমএ নূর ১৯৭৪ সালের ২৫ (বি) ধারায় তাদের এ দণ্ডাদেশ দেন।

এদের মধ্যে হাসান আলী ওরফে হাছানকে (৩৫) ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

একই মামলায় মো. মইনুল ওরফে ময়নুল (২৫) ও মো. আনারুল ওরফে টাইগারকে (২৫) পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। এদের বাড়ি একই উপজেলার নারায়ণপুর ক্ষ্যানপাড়া গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সদর উপজেলার নারায়ণপুর দেউনিয়াপাড়া গ্রামে জয়নাল আবেদীনের ছেলে শহিদুলসহ অন্য আসামিরা ২০১৩ সালের ২৪ মার্চ রাতে ভারত থেকে অবৈধ পথে নারায়ণপুর সীমান্ত দিয়ে একটি বস্তায় ৮৪ বোতল ফেনসিডিল নিয়ে আসছিল।

এ সময় পঞ্চগড় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশ দল তাদের হাতে নাতে গ্রেফতার করে। ঘটনায় পরদিন তিনি বাদি হয়ে ওই তিন ব্যক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। তৎকালীন এসআই মো. মহিনুল ইসলাম একই সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসএস/আরআইপি