ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটগ্রামে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে জিতেন রায় (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার ধরলা নদীর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

জিতেন ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থানার ১৪১ কামাত চ্যাংরাবান্ধা গ্রামের মেদী রায়ের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, ধরলা ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা মরদেহটি ভারত থেকে ধরলা নদী হয়ে স্রোতের টানে বাংলাদেশে প্রবেশ করে ধরলা ব্রিজের নিচে আটকে যায়।

মঙ্গলবার দুপুরে বুড়িমারী স্থল বন্দরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মাঝে পতাকা  বৈঠকের মাধ্যামে বিজিবি ও পুলিশ ভারতীয় বিএসএফ কাছে হস্তান্তর করেন।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মরদেহটি সনাক্ত করেছেন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠকের মাধ্যমে মরদেহটি বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের মাধ্যমে হস্তান্তর করে।

রবিউল হাসান/এমজেড/পিআর