ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই ভূমি কর্মকর্তা এবার সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৪ জুন ২০১৯

ঘুষ গ্রহণ ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে প্রত্যাহার করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দুপুর দুইটার দিকে মুঠোফোনে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি চাকরিতে প্রথমবারই বরখাস্ত করার নিয়ম নেই। সাময়িক বরখাস্ত করে অভিযোগ তদন্ত শেষে প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরি থেকে বাদ দিতে হয়।

এর আগে বুধবার (১২ জুন) দুপুরে বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে ও তার শাস্তির দাবিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী সাধারণ মানুষ। পরে ওইদিনই বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

আজিজুল সঞ্চয়/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন