টাকা ধার না পেয়ে হত্যা, একজনের ফাঁসি
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় রফিকুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আসামি রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি রফিকুল ইসলাম ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী আবু শাহিন জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহত হালিমা বেগমের স্বামী মো. জিন্নাত আলী শেখ বাদী হয়ে ওইদিন দিঘলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী।
আলমগীর হান্নান/এফএ/জেআইএম