ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মতলবে সমিতির অবৈধ কার্যক্রম : পরিচালক আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

চাঁদপুরের মতলব দক্ষিণে অবৈধভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করায় সমিতির পরিচালক জহিরুল ইসলাম জুলহাসকে আটক করা হয়েছে। একই অপরাধে ওই সমিতির অফিস সিলগালা করে দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম শ্রেণির ফারহানা ইসলাম ও উপজেলা সমবায় সমিতির অফিসার ফারুকুল আলম পুলিশের সহায়তায় এই ব্যবস্থা গ্রহণ করেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর এলাকায় জনৈক জহিরুল ইসলাম জুলহাস ইসলামী কো-অপারেটিভ সোসাইটি লি. নামে রেজিস্ট্রেশন ব্যতীত একটি সমবায়  সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মো. ফারুকুল আলম জাগো নিউজকে জানান, আশ্বিনপুর এলাকায় অবৈধভাবে সাইনবোর্ড ঝুলিয়ে এ সমিতি পরিচালনা করে জনগণের কাছ থেকে জহিরুল ইসলাম জুলহাস প্রতারণা করে অর্থ আদায় করছেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম ও উপজেলা সমবায় অফিসার ফারুকুল আলম থানা পুলিশ নিয়ে আশ্বিনপুর এলাকায় অবস্থিত অফিস ঘর থেকে জহিরুল ইসলামকে আটক করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ক্যাশ বই উদ্ধার করে।

এ ব্যাপারে সমবায় আইনে ৯ ধারা মোতাবেক অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে তার বিরুদ্ধে উপজেলা সমবায় অফিসার ফারুকুল আলম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন। ফারুকুল আলম জাগো নিউজকে আরো জানান, জহিরুল ইসলাম জুলহাস পূর্বেও ইসলামী বহুমুখী সমবায় সমিতি নামে একটি সমিতি গঠন করেছিলেন। তা গত ২০ জুন ২০১২ সালে জেলা সমবায় অফিস সূত্রে স্মারক মূলে ৮৮৭নং স্মারকে সমিতিটি বাতিল করা হয়। সমিতিটি বাতিলের পর তিনি অবৈধভাবে ইসলামী কো-অপারেটিভ সোসাইটি নামে রেজিস্ট্রেশনবিহীন এ সমিতিটি পরিচালনা করে আসছেন।

জুলহাস এলাকার জনগণের কাছ থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইকরাম চৌধুরী/এমজেড/এমএস