শার্শা সীমান্তে ৫টি হাতবোমা উদ্ধার
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে দুই দল গরু ব্যবসায়ীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গোগা সীমান্তে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ জাগো নিউজকে জানান, সীমান্তের গরুর খাটালকে কেন্দ্র করে দু’দল ব্যবসায়ীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং সেখান থেকে অবিস্ফোরিত পাঁচটি হাতবোমা উদ্ধার করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে টহল দিচ্ছে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ