ক্রেতা সেজে মাদক বিক্রেতাকে ধরল র্যাব
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ক্রেতা সেজে গাঁজা ও ফেনসিডিলসহ বকুল মিয়া (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ভোররাতে উপজেলার পাঁচগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটক বকুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জাগো নিউজকে জানান, পাঁচগাঁও বাজার এলাকায় মাদকের ক্রয়-বিক্রয়ের গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা ছদ্মবেশে অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৩টার দিকে ক্রেতা সেজে র্যাব সদস্যরা মাদক বিক্রেতা বকুলকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা একটি বস্তা ও ব্যাগে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এমবিআর/পিআর