ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১১ জুন ২০১৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও এমপিদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার এবং পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সিলেট শহরতলির খাদিমনগর থেকে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার যুবকের নাম মো. জুয়েল আহমদ (৩২)। তিনি সিলেট সদর উপজেলার দাসপাড়া গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।

র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে র‍্যাব-৯-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল আহমদকে গ্রেফতার করে।

র‍্যাব-৯-এর এএসপি ওবাইন বলেন, গ্রেফতার জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রী ও এমপিদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার এবং পোস্ট দিয়ে গুজব ছড়ানোর কাজে লিপ্ত ছিলেন। গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে হজরত শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

ছামির মাহমুদ/এএম/এমএস

আরও পড়ুন