মনোহরদীতে ইটভাটা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নরসিংদীর মনোহরদীতে একটি ইটাভাটার শ্রমিকদের ঘর থেকে শাহিন মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দশদোনা বি জি এল ব্রিক ফিল্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন মিয়া উপজেলার হাতিরদিয়া রসুলপুর গ্রামের মিরন মগার ছেলে।
পুলিশ জানায়, মনোহরদী উপজেলার দশদোনা গ্রামে বি জি এল ব্রিক ফিল্ডের শ্রমিকদের ঘরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার ফলে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। কারণ মরদেহটি উদ্ধারের সময় তার পাশে একটি ইয়াবা ট্যাবলেট, নেশা জাতীয় দ্রব্য ও কয়েক বোতল ফেনারগন সিরাপ পাওয়া গেছে।
সঞ্জিত সাহা/এমবিআর/এমকেএইচ