সাত দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরায়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করছে।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২ জুন রোববার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, গত সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস