ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৬ জুন ২০১৯

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় তাওহিদুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার বিকেলে উপজেলার নিয়ামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদুল ইসলাম ওই এলাকার আব্দুস ছালাম মৃধার ছেলে এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাওহিদুল ঈদের দিন বিকেলে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় উল্টে গেলে তারা তিনজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এমবিআর/পিআর

আরও পড়ুন