ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নগরীর সব এলাকাকে সমান গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

নগরীর প্রত্যেক এলাকাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হবে। নগরীর সুষম উন্নয়নই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, অধিকতর নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে কেসিসি`র সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুলনাকে সুন্দর নগরীতে পরিণত করতে চায়।

মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মূলতবী সাধারণ সভায় সিটি মেয়র একথা বলেন। গত ৩০ আগস্ট ২০১৫ তারিখ ১৯তম এ সভাটি মূলতবী ঘোষণা করা হয়।

সভায় মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কেসিসি`র প্রতিটি ওয়ার্ডে সুনির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ, পরিবেশ দূষণরোধকল্পে পাঁচ হাজার কেজি ব্লিচিং পাউডার ক্রয়, মশক নিধনকল্পে ১০ হাজার লিটার অ্যাডাল্টিসাইড ক্রয়, জোড়াগেটে সুষ্ঠুভাবে গরুর হাট পরিচালনার লক্ষ্যে নদীর ঘাটে সিড়ি নির্মাণ, স্থানীয় রাস্তা সংস্কার, হাট এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা গ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে নগরীতে এলাকাভিত্তিক দুইটি কমিটি গঠন, নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইউএন হ্যাবিট্যাটের অর্থায়নে সোলার এনার্জি পার্কের সৌন্দর্য্য বৃদ্ধি ও উন্নয়ন, স্মার্ট হোল্ডিং অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কেসিসির প্যানেল মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি