ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশাল সিটি কলেজে হামলা

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশাল নগরীর সিটি কলেজে হামলা করেছে বখাটেরা। এ সময় অফিস কক্ষ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সদর রোড সংলগ্ন সিটি কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। আটক রুবেল সদর রোড এলাকার হোটেল ব্যবসায়ী মো. আলাউদ্দিনের ছেলে।

সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজিব কুমার দেবনাথ জানান, ইয়াসিন হোসেন জুয়েল নামে এক বখাটেসহ বেশ কয়েকজন কলেজের মূল প্রবেশ দ্বারে আড্ডা দিয়ে মেয়েদের  উত্ত্যক্ত করে। আর এ ঘটনার প্রতিবাদ করা হলে বখাটেরা তার সঙ্গে খারাপ আচারণ করে।

বিষয়টি দেখতে পেয়ে কলেজের অফিস সহকারী এসএম সাইদুর রহমান দৌঁড়ে এসে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাকেও অপদস্থ করা হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বখাটে ইয়াসিন হোসেন জুয়েল, বালা এবং রুবেলসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনউত্ত্যক্তকারী কলেজের অফিস কক্ষে হামলা চালায়। এ সময় তারা নগদ ২৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করবেন বলে জানান অধ্যক্ষ।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআইপি