ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন কেজি চোরাই স্বর্ণসহ তিন রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ জুন ২০১৯

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিন কেজি চোরাই স্বর্ণ ও তিন লাখ টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ৯নং ক্যাম্পের সি ব্লকের মৃত নুর আহামদের ছেলে আজিজ (১৮), সি-১৩ ব্লকের ইলিয়াছের ছেলে নুরুল হাসেম (২৮) ও সি-৭ ব্লকের আবুল কাসেম (২২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আমাদের কাছে তথ্য ছিল মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে ক্যাম্পভিত্তিক সিন্ডিকেটগুলো স্বর্ণ ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে থানা পুলিশ বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে এ বড় চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, এসআই প্রভাত কর্মকারসহ অন্যরা সঙ্গে ছিলেন।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, মাদকসহ সব ধরনের অবৈধ বাণিজ্য বন্ধ করতে কাজ করছে পুলিশ। ধীরে ধীরে সব অপরাধ কার্যক্রম রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

আরও পড়ুন