সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহে লাখো মানুষের নামাজ আদায়
সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটের প্রধান ঈদগাহ শাহি ঈদগাহে সকাল থেকেই নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের অনেকেই ছাতা হাতে নিয়ে শাহি ঈদগাহে প্রবেশ করতে দেখা যায়।
বুধবার সকাল সাড়ে ৮টায় নগরের শাহি ঈদগাহে ঈদ জামাতে নামাজ আদায় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা।
নামাজে ইমামতি করেন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান করেন হজরত মাওলানা শায়খে বরুণী সৈয়দুর রহমান হাবিবী।
টিলায় সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহি ঈদগাহে ঈদের জামাতে মুসল্লিদের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহি ঈদগাহে এবারে ঈদের জামাতে সিলেটের বিভিন্ন স্থান থেকে জড়ো হন লাখো মানুষ।
অন্যদিকে হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ এবং সকাল ৯টায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হজরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ, বরইকান্দি শাহি ঈদগাহ ময়দান, সিলেট সদর উপজেলার সাহেববাজার শাহী ঈদগাহ, কলাপাড়া শাহি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে সিলেট নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
কোর্টপয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখঘাটস্থ শেখ ছানা উল্লাহ জামে মসজিদে সকাল ৮টায়, কালিঘাটস্থ নবাবী মসজিদে সকাল ৮টায়, মাছিমপুরস্থ শেখ মৌলভি ওয়াকফ এস্টেট মসজিদে সকাল ৮টায়, খাসদবির মাদরাসা মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
এছাড়া পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীরমহল্লায় সকাল ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল ৭টায় ও আটটায় ঈদজামাত অনুষ্ঠিত হয়।
ছামির মাহমুদ/এমবিআর/পিআর