ঈদের দিন সড়কে ঝরল ৬ প্রাণ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় পবিত্র ঈদুল ফিতরের সকালেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের মধ্যে বাসের চালক ও হেলপার রয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, সকাল পৌনে ৭টার দিকে একে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ফিরছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে আরো দুইজন মারা যান।
এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর মহাসড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তা স্বাভাবিক করেন।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহত এবং আহতদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। নিহতদের কারো পরিচয় এখনও পাওয়া যায়নি।
সিকদার সজল/এফএ/এমবিআর/পিআর