ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯৯৯-এ ফোন, বাসের বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৪ জুন ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে বাসের যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯ -এ ফোন করেন এক যাত্রী। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএম পরিবহনের বাস চালককে জরিমানা ও যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাসচালক মো. সোহেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ যাত্রীর কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) আসাদুজ্জামান জানান, ৯৯৯ -এ ফোন করে এক যাত্রী ডিএম পরিবহনের বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ জানান। এরপর বাসটি শিমুলিয়া ঘাটে পৌঁছালে চালককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা ও ট্রাফিক পুলিশ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এরপর ১০ যাত্রীর কাছ থেকে ১৫০ করে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

আরও পড়ুন