দুলাভাইয়ের পরকীয়ায় প্রাণ গেল শ্যালকের
ব্রাহ্মণবাড়িয়ায় দুলাভাইয়ের পরকীয়া প্রেমের জেরে সাগর মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাগর শহরের সরকারপাড়া মহল্লার বেপারীপাড়ার রতন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেপারীপাড়ার জসিম উদ্দিন ও মনি আক্তার পপির পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী একটি সন্তানও রয়েছে। জাসিম শহরের একটি হাসপাতালে চাকরি করেন। চাকরির সুবাদে আরেকটি হাসপাতালে চাকরি করা এক মেয়ের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দুই বছর আগে বিষয়টি জানাজানি হওয়ার পর জসিমের নামে পুলিশের কাছে অভিযোগ করেন পপি। পরবর্তীতে আর ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না মর্মে পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু জসিম গোপনে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল।
সোমবার রাতে ওই মেয়েকে নিয়ে জসিম শহরের কোর্ট রোডের একটি বিপণী বিতানের সামনে ঘুরাঘুরি করছিলেন। কেউ একজন তাদেরকে দেখতে পেয়ে পপিকে ফোন করে বিষয়টি জানায়। পরে পপি ঘটনাস্থলে এসে তাদেরকে হাতেনাতে ধরে কথা বলার জন্য সদর হাসপাতাল চত্বরের ভেতরে নিয়ে যায়। এরপর উভয় পক্ষের স্বজনদের ডাকা হয় কথা বলার জন্য।
অবস্থা বেগতিক দেখে নিজের স্বজনদের ডেকে পালিয়ে যান জসিম। এরপর জসিমের স্বজনরা এসেই পপির স্বজনদের এলাপাতাড়ি মারধর শুরু করে। এ সময় পপির চাচাতো ভাই সাগরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথে সাগরের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে ছয়জনকে আটক করা হয়েছে। তবে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর