ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত হলেও রয়েছে ধীরগতি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৪ জুন ২০১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ১০টা পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে গাজীপুরা, সাইনবোর্ড, বোর্ডবাজারসহ কয়েকটি স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এছাড়া সকালে বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ এবং সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত যান চলাচল করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে। এতে মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। শেষ মুহূর্তে বাসে স্থান না পেয়ে অনেক যাত্রী ট্রাকসহ বিভিন্ন বাহনে চড়ে গন্তব্যপানে ছুটছেন।

Gazipur

বৃষ্টি হওয়ায় যাত্রীরাও রয়েছেন ভোগান্তিতে। যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশসহ অন্যান্য বাহিনী।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। এ এলাকাসহ টাঙ্গাইলগামী কোনো পয়েন্টে যানজটের খবর পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এএইচ/পিআর

আরও পড়ুন