ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তবুও বাড়িতে ঈদ করতে চান আনোয়ারা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৩ জুন ২০১৯

ঈদযাত্রায় নাড়ির টানে ছুটছে সবাই। অনেকটা যেন স্বপ্ন যাবে বাড়ি। ঈদে নিজ বাড়ি রংপুরে যাবেন আনোয়ারা বেগম (৩০)। আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। আগে কারখানা ছুটি না হওয়ায় বাড়ি যেতে পারেননি তিনি। সোমবার দুপুরে কারখানা ছুটি হয়েছে তার।

কারখানার ছুটি শেষে বাড়ি ফিরতে ব্যাগ নিয়েই রওনা হয়েছেন। ব্যাগ রাতেই গোছানো ছিল। খুবই ছোট একটা ব্যাগ। তাতে বেশি জিনিসপত্র নেই।

সঙ্গী স্বামী ও সন্তান। রোজা রেখেছেন। ৩টায় বাস আসার কথা থাকলেও সাড়ে তিন ঘণ্টা ব্যবধানে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলেনি বাসের সন্ধান। রোজা রেখে অনেকটা অবসর সময় যাপন হলেও কাটছে না সময়।

অলস সময় থাকায় রোজা রেখে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হলে পড়েছেন বলে জানান তিনি। তবুও বাড়ি গিয়ে ঈদ করতে চান আনোয়ারা বেগম। এটা ভেবে খুশী হচ্ছেন পরিবার ও পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবেন।

Savar2

আনোয়ারা বেগমের মতো এমনই অবস্থা অনেকের। অলস সময়গুলো পার করছেন খোশ গল্প করে। অনেকেই চেনা আবার অনেকেই অচেনা। তবুও সীমিত সময়ের জন্য এরা যেন একে অপরের চিরচেনা আপনজন।

এদিকে সাভারের একাধিক স্থানে সরেজমিনে ঘুরে মহাসড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অপরাধ) সাইদুর রহমান জানান, রাস্তায় অতিরিক্ত যানবাহন থাকায় এবং মানুষের চাপ থাকায় এমন যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যতটা সম্ভব এসব যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে।

এমআরএম/পিআর

আরও পড়ুন