কুষ্টিয়ায় দু`পক্ষের সংঘর্ষে আহত ২০
কুষ্টিয়ার মিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জাসদ সমর্থিত স্থানীয় ওয়ার্ড মেম্বর উফান মালিথা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, জমি-জমা নিয়ে মুলত দু’পক্ষের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আল-মামুন সাগর/এসএস/আরআইপি