ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আহত দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ট্রাক্টর উল্টে সাত নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাক্ষণখালী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ওই সাত নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুমারকান্দা এলাকার সোলায়মান মিয়ার ছেলে মোতাহার মিয়া (২৩) ও বনগ্রাম এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪৮)। আহতরা হলেন, মাসুম মিয়া, রাজ্জাক মিয়া, দুদু মিয়া, ইমদাদ হোসেন ও  মুকুল মিয়া।

নির্মাণ শ্রমিকদের সরদার মাসুদ মিয়া জাগো নিউজকে জানান, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।  

পুলিশ জানায়, উপজেলার পূর্বাচল উপশহরে এআরকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা কাজ শেষে ইটবহনকারী ট্রাক্টরযোগে ব্রাক্ষণখালী ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ব্রাক্ষণখালী এলাকার এসে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান শ্রমিকবহনকারী ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ট্রাক্টরটি উল্টে সাত নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম ও মোতাহার মিয়া নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

মীর আব্দুল আলীম/এসএস/এমএস