বাসি গরুর মাংসে রং মিশিয়ে বিক্রির সময় ব্যবসায়ী ধরা
সাভার কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃত্রিম রং মিশিয়ে বাসি গরুর মাংস বিক্রির অভিযোগে একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেনের নেতৃত্বে ভেজালবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুই থেকে তিনদিন আগের বাসি গরুর মাংস তাজা রক্তের মতো দেখাতে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করে আসছিল মাংস ব্যবসায়ী মিঠু। এমন খবরের ভিত্তিতে আজ সাভার কাঁচাবাজারের গোস্তের দোকানে অভিযান চালানো হয়। এসময় রং এর প্যাকেট ও কয়েকদিন আগের বাসি মাংস দোকানে বিক্রির উদ্দেশ্যে পাওয়া যায়। পরে মিঠু মিয়া নামে এক গোস্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এখানকার কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি ভারতীয় মহিষের মাংস মাঝে মধ্যে গরুর মাংস বলেও বিক্রি করছিলেন তারা। আগামীতে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
আল-মামুন/এমএএস/পিআর