নওগাঁয় মহাসড়কে ধান ঢেলে অবস্থান কর্মসূচি
কৃষকদের কাছ থেকে সরাসরি ২০ লাখ মেট্রিক টন ধান কেনার দাবিতে নওগাঁয় মহাসড়কে ধান ঢেলে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহাদেবপুর চকগৌরী বাজারে এই কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
এসময় আন্দোলনকারীরা মহাসড়কে ধান ঢেলে সেখানেই অবস্থান নেয়। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই অবস্থান কর্মসূচির ফলে মহাসড়কের দুদিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নওগাঁর সভাপতি মঙ্গল কিস্কুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির নওগাঁ জেলা সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রেবেকা সরেন প্রমুখ।
বক্তরা বলেন, দেশে কৃষকরা ধান উৎপাদন করলেও সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি না কিনে চাতাল ও মিল মালিকদের বিশেষ সুবিধা দেয়ার জন্য তাদের কাছ থেকে ধান কিনছে। কৃষকদের বাঁচাতে দ্রুত সারাদেশে কৃষকদের কাছ থেকে সরাসরি ২০ লাখ মেট্রিক টন ধান কেনার দাবি জানান তারা।
আব্বাস আলী/এমবিআর/এমকেএইচ