ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত এএসআইসহ আটক ৪

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৫:০৩ এএম, ৩০ মে ২০১৯

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেয়া চাকরিচ্যুত এক এএসআইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ মে) ভোর রাতে ধামরাইয় উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমার বাড়ির সামনে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মো. মনির হোসেন (৩৩), একই ইউনিয়নের কেষ্টিনওগাঁও গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মো. জুলহাস (২৭), নওগাঁ গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহামন (৩০), ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. মকবুল হোসেন (৩২)। এদের মধ্যে মকবুল হোসেন শিল্প পুলিশের এএসআই থাকা অবস্থায় চাকরিচ্যুত হন।

পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিত এ চক্রটি। সুতিপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমার বাড়ির সামনের সড়কে চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আটক চার ব্যক্তি বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল। চক্রটির সঙ্গে জড়িত বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি ডাকাতি মামলার প্রস্ততি চলছে।

আল-মামুন/বিএ

আরও পড়ুন