ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহাসড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়ল শ্যামলীর বাস

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৯ মে ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের কয়েকটি দোকানে আঘাত করেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-৪৭৯৭) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফাঁসিতলা বাজারের কয়েকটি দোকানে ঢুকে পড়ে। এতে তিন যাত্রীসহ পাঁচজন আহত হন। সেই সঙ্গে বাজারের মসজিদের পাশের তিনটি দোকানের অবকাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

PIC-Gaibandha-02

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রতন শর্মা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন