মহাসড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়ল শ্যামলীর বাস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের কয়েকটি দোকানে আঘাত করেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-৪৭৯৭) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফাঁসিতলা বাজারের কয়েকটি দোকানে ঢুকে পড়ে। এতে তিন যাত্রীসহ পাঁচজন আহত হন। সেই সঙ্গে বাজারের মসজিদের পাশের তিনটি দোকানের অবকাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রতন শর্মা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ