ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়কের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ মে ২০১৯

সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট ও ধামরাই ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ‘ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে সড়কে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক টিনশেড ও আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

আরএআর/এমকেএইচ

আরও পড়ুন