ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ১৩শ বোতল ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে ১৩শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রোববার দুপুরে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
 
হাইওয়ে পুলিশ জানায়, নিউ মডেলের একটি এক্সিউ প্রাইভেটকারে বিশাল মাদকের চালান ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকাল থেকেই ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মাসরুল হক ও এএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে অভিযান শুরু করেন।  

এক পর্যায়ে ওই গাড়িটি (ঢাকা মেট্রো-গ-৩৯-১৭১২) চান্দিনা পালকি সিনেমা হল অতিক্রমকালে পুলিশ তা থামানোর সংকেত দিলে গাড়ি চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চান্দিনা উপজেলার আঞ্চলিক সড়ক পথে পালানোর চেষ্টা করে। পুলিশ ওই প্রাইভেটকারটির পিছু নিলে মহাসড়ক থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বল্লারচর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

পরে পুলিশ রেকার দিয়ে ওই গাড়িটি উদ্ধার করে। উদ্ধারের পর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মো ফারুক ও লক্ষীপুর জেলার সদর উপজেলার রাধাপুর গ্রামের রাজুকে। তাদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জাগো নিউজকে জানান, মহাসড়কে চলাচলকারী মাদক ব্যবসায়ী এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি