ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইনজীবী হত্যায় মসজিদের ইমাম আটক

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৭ মে ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় আইনজীবী আবিদা সুলতানা (৩৫) হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মাওলানা তানভির আহমদকে (৩৫) আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানার বরুনা এলাকা থেকে তাকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক তানভির নিহত আইজীবীর বাবার বাসার বাড়াটিয়া। তিনি পার্শ্ববর্তী মাধবপুর জামে মসজিদের ঈমাম। আইনজীবী আবিদা সুলতানা হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।

ADV-(2)

উল্লেখ্য, রোববার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাবার বাড়ি থেকে পুলিশ আইনজীবী আবিদা সুলতানার (৩৫) মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাকে হত্যা করা হয়। নিহত আবিদা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে।

এদিকে আবিদা সুলতানা হত্যার বিচার চেয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি।

রিপন দে/এফএ/এমকেএইচ

আরও পড়ুন