রাজশাহীতে রোহিঙ্গা সন্দেহে দুই নারী আটক
রোহিঙ্গা সন্দেহে রাজশাহীতে দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে জেলার দুর্গাপুর উপজেলার আলীপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- আরমান আলীর স্ত্রী পারভীন ইয়াসমিন (২২) ও সলিমুদ্দিনের স্ত্রী ফাতেমা ওরফে রুমানা ইসলাম (২৩)। কক্সবাজার এলাকায় তাদের বাড়ি বলে দাবি করেছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, প্রায় এক মাস ধরে আলীপুর গ্রামের প্রবাসী হেলাল চৌধুরীর বাড়িতে ছিলেন ওই দুই নারী। তারা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, আটক দুজন রোহিঙ্গা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শনিবার রাতভর জেলা পুলিশ নিয়মিত অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৩২ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ১২ জনকে মাদকদ্রব্যসহ এবং মাদক সেবনকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএস/জেআইএম