ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অপরিপক্ব আম পাড়তে গিয়ে ধরা পড়লেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৬ মে ২০১৯

>> ২০ হাজার টাকা জরিমানা
>> ২৫ মণ ল্যাংড়া আম জব্দ
>> ১৫ মণ আম ধ্বংস, বাকিগুলো মাদরাসায়

গাছ থেকে অপরিপক্ব আম পাড়তে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন সাজেমান (৫৫) নামে এক ব্যবসায়ী। এ জন্য তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার ২৫ মণ ল্যাংড়া আম জব্দও করা হয়েছে।

শনিবার নওগাঁর পোরশা উপজেলার পলাশডাঙ্গায় আতাউর রহমান মাস্টারের বাগান থেকে তাকে আটক করা হয়। সাজেমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মৃতু ওয়াজেদ আলীর ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অপরিপক্ব আম পেড়ে তাতে কার্বাইড মেশানো হচ্ছে এমন সংবাদ পেয়ে পলাশডাঙ্গায় আতাউর রহমান মাস্টারের বাগানে অভিযান চালানো হয়। তখন হাতেনাতে সাজেমানকে আটক করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, সাজেমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ আমের মধ্যে ১৫ মণ আম ধ্বংস করা হয়েছে। বাকি আম পোরশা বড় মাদরাসায় দেয়া হয়েছে।

আব্বাস আলী/জেডএ

আরও পড়ুন