ট্রাকের নিচে মোটরসাইকেল, নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ডাকবাংলো এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই তরুণ মোটরসাইকেল আরোহী। আহত হন আরও একজন। শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল মিস্ত্রী রাকিব (২১), রিফাত (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের একজনের নাম জানা গেছে। তার নাম মো. রাকিব (১৯)। তিনি মিরসরাই উপজেলার বড়তাকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মিরসরাই থানার এসআই নূরুল আলম জানান, ডাকবাংলোর কাছাকাছি ফেনাফুনী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তার পাশে একটি নষ্ট ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল। তিন যুবক খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে পেছলে গিয়ে ট্রাকের নিচে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
আবু আজাদ/জেডএ