পোরশায় বিএসএফের হাতে বাংলাদেশি আটক
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে ২৩১নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক মোজাহারুল ইসলাম উপজেলার শীতলী গ্রামের জহিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলামসহ কয়েকজন শুক্রবার রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে গরু নিয়ে আসার পথে শনিবার ভোরে ২৩১নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোজাহারুলকে আটক করে বিএসএফ সদস্যরা।
নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, শুনেছি এক গরু চোরাকারবারীকে ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা আটক করেছে। বিষয়টি নিশ্চিত হতে সন্ধ্যার পর আমরা পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি।
আব্বাস আলী/এফএ/এমকেএইচ