ছাগল ছানা উদ্ধারে ফায়ার সার্ভিস
সাতক্ষীরা সদরের বাকাল এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী হাসিনা বেগম। হতদরিদ্র হাসিনা বেগমের ছাগল ছানাটি ঢুকে পড়েছে মাঠের মধ্যে স্তূপ করে রাখা বৈদ্যুতিক পিলারের মধ্যে। সেটিকে কোনোভাবে উদ্ধার করতে না পেরে শেষে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ছাগলের বাচ্চাটি উদ্ধারের জন্য কাজ শুরু করেছে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি টিম।
বাকাল এলাকার রমজান আলীর স্ত্রী হাসিনা বেগম জানান, সকালে ছাগল ছানাটি মাঠে ছেড়ে দেয়ার পর আর খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি বাকাল স্কুলের খেলার মাঠে রাখা বৈদ্যুতিক পিলারের ছোট ফাঁকে ঢুকে ডাকাডাকি করছে। আমি গরিব মানুষ। ছাগলের বাচ্চাটি বাঁচাতে না পারলে আমার কষ্টের শেষ থাকবে না।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে ছাগল ছানা বের করার এ ঘটনা স্থানীয় জাহাঙ্গীর হোসেনের দৃষ্টিতে আসার পর তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি বলেন, ছাগল ছানাটি এমনভাবে আটকে গেছে যা সাধারণ মানুষের পক্ষে বের করা সম্ভব না। সেজন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সাতক্ষীরার ইন্সপেক্টর মো. আজিজুর রহমান বলেন, মাঠের মধ্যে রাখা বৈদ্যুতিক পিলারগুলো অনেক বড় ও ভারী। সেগুলো ক্রেন ছাড়া সরানো সম্ভব নয়। আমরা ছাগলের ছানাটি জীবিত উদ্ধারের চেষ্টা করছি।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম