ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২২ মে ২০১৯

ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কন্সাপট্টি গ্রামে আয়নাল মিয়া (৮০) নামে এক হতদরিদ্র কৃষকের জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার ওই কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।

এর আগে সোমবার (২০মে) গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত ডা. এড্রিক বেকার মানব কল্যাণ সংঘের সদস্যরা ওই কৃষকের খোঁজ নেন। পরে ১৩ সদস্য বিশিষ্ট একটি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।

কৃষক আয়নাল মিয়া জানান, এক বিঘা জমিতে খুব আশা করে ধান চাষ করেছিলাম। কিন্তু ফলন আশা অনুযায়ী হয়নি। দাম কম থাকায় এবং ধান কাটার জন্য চাহিদা অনুযায়ী অল্প টাকায় ধান কাটার মানুষ পাচ্ছিলাম না। ফলে মাঠে বিছিয়ে পরে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল ধানগুলো। শ্রমিকের চড়া দাম। কিন্তু ধানের দাম কম। গতকাল কিছু ছেলে-মেয়ে স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে আমার জমির ধান কেটে মাড়াই করে দেয়।

savar

গণ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এই প্রথম ধান কাটার অভিজ্ঞতা হলো। প্রখর রোদে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। তবে অসহায় কৃষককে সাহায্য করতে পেরে মনের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয়েছে, তা বলে প্রকাশ করতে পারব না।

এ দলের দলনেতা সিয়াম হোসাইন বলেন, কৃষক যে পরিমাণে পরিশ্রম দিচ্ছে, সে পরিমাণে মূল্য তারা পাচ্ছে না। তাদের বুকফাটা কষ্ট লাঘব করতে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরএআর/জেআইএম

আরও পড়ুন