ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিতে কুমিল্লায় এরশাদ

প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

রোববার কুমিল্লা (দক্ষিণ) জেলা জাতীয় পার্টির সম্মেলন। কুমিল্লার ঐতিহাসিক বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউন হল) এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। হেলিকপ্টারে কুমিল্লায় পৌঁছে বেলা ১১টা ৪৭ মিনিটে এরশাদ সম্মেলনস্থলে আসার পর জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। বেলা ২টার দিকে এরশাদ দক্ষিণ জেলা জাপার কমিটি ঘোষণা করতে পারেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Arshad 

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও  সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সন্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন দলের প্রেসিডিয়াম সদস্য এসএ.ম ফয়সাল চিশতী, অধ্যক্ষ রওশন আরা এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ.এন.এম শফিকুর রহমান। এছাড়াও দলের কেন্দ্রীয় এবং কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা জাপা এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Arshad

এদিকে ওই সম্মেলন সফল করতে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ জেলা জাপার সন্মেলন হলেও এরই মধ্যে উভয় রাজনৈতিক জেলা থেকে দলীয় নেতাকর্মীরা সম্মেলনস্থলে এসে সমবেত হয়েছেন। এরশাদকে স্বাগত জানাতে  নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন প্রদর্শনসহ অনেক গেইট তৈরি করা হয়েছে। দীর্ঘ দিন ধরে কুমিল্লা (দক্ষিণ) জেলা জাপার কমিটি নিয়ে বিরোধ চলছিল, সম্প্রতি এরশাদের উদ্যোগে  সেই বিরোধের অবসান ঘটিয়ে আজ রোববার সম্মেলন হতে যাচ্ছে।

তবুও সংঘাতের আশঙ্কায় সম্মেলনস্থল ও এর আশপাশের  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস