ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৩০ গরু ব্যবসায়ী সর্বস্বান্ত

প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী সিটি বাইপাস হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩০ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ছয় গরু ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, নরসিংদী এলাকার জর্জ মিয়া (৪০), কালু (৩০), বেলাল (৩০), ইকবাল (৪৮), খাইরুল (২০), রশিদ (৩৫)।

হাট ইজারদার আতিকুর রহমান কালু জাগো নিউজকে জানান, রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসায়ীরা এসে সিটি বাইপাস হাটে নামেন। শনিবার ভোরে ৩০ থেকে ৩৫ জন গরু ব্যবসায়ী হাটে আসেন। সেখানে জাফর নামে এক হোটেল ব্যবসায়ীর হোটেলে তারা খাওয়া-দাওয়া করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের মধ্যে গুরুতর অসুস্থ ছয়জনকে রামেক হাসপাতালে ভর্তি করেছেন। অন্য অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

Cow Busness

শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে জানান, বর্তমানে তিনি নিজেই ঘটনাস্থলে আছেন। জাফর নামে এক ব্যক্তির হোটেলে খাবার খাওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস