ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অল্প পরিমাণ ধান কেনায় দাম না কমার আশঙ্কা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:২৭ এএম, ২১ মে ২০১৯

নাটোরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে সোমবার কয়েকটি স্থান থেকে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনবেন বলেও জানিয়েছেন। মূলত খাদ্য গুদামে প্রভাবশালী চক্রের পাশ কাটিয়ে সরাসরি যাতে কৃষক ধান বিক্রি করতে পারেন সেকারণেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি জেলা প্রশসনের।

তবে নাটোরের মতো খাদ্য উদ্বৃত্ত জেলার জন্য মাত্র ২০১৫ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ৬৮৬ মেট্রিক টন চাল দামের ওপর তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক ছত্রছায়ায় খাদ্য গোডাউনগুলো বরাবরই প্রভাবশালীদের দখলে থাকে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যশষ্য ক্রয় করার জন্য ঘোষণা দিলেও রাজনৈতিক নেতাদের চাপে তা সম্ভব হয়ে ওঠে না। ফলে সরকারি উদ্দেশ্য বাস্তবায়ন হয় না, শষ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত থাকে সাধারণ কৃষক।

তবে এবার সেই সিন্ডিকেট ভেঙে দেয়ার লক্ষ্যে যৌথভাবে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও খাদ্য বিভাগের কর্মকর্তারা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলেন। এ সময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম প্রকৃত কৃষক কিনা সে বিষয়টি নিশ্চিত করেন এবং ভারপ্রাপ্ত গোডাউন কর্মকর্তা আবুল কালাম আজাদ ধান সংগ্রহ করেন।

কৃষি বিভাগ জানায়, এই বছর নাটোর জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। যা থেকে ৪ লাখ ১৪ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে এত পরিমাণে ধান উৎপাদন হলেও নাটোরের সাতটি উপজেলায় এবার মাত্র ২ হাজার ১১৫ মেট্রিক টন সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এরমধ্যে নাটোর সদরে মাত্র ৯৪ মেট্রিক টন।

Natore-News

কৃষকরা জানান, এত বিপুল পরিমাণে উৎপাদিত ধানের জেলায় এত অল্প পরিমাণ ধান ও চাল ক্রয় দামের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না।

কৃষক নেতা রামপুরের রফিকুল ইসলাম বলেন, নাটোর জেলাতেই হাজার হাজার মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে। সেখানে সরকারিভাবে কেনা হচ্ছে মাত্র ৯৪ মেট্রিক টন ধান। এটা কৃষকদের সঙ্গে সরকারের এক ধরনেল তামাশা।

তিনি বলেন, নির্দিষ্ট মৌসুমে বিদেশ থেকে চাল আমদানি মোটেও কাম্য নয়। সরকারকে কৃষক বাঁচাও নীতি গ্রহণ করতে হবে।

সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদুল ইসলাম বলেন, কৃষি কার্ডের মাধ্যমে আমরা প্রকৃত কৃষক নির্বাচন করব। এক্ষেত্রে আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজে লাগাতে পারি। তারা প্রকৃত কৃষকদের নির্বাচন করে দিলে তার কাছ থেকেই ধান ক্রয় করা হবে। কোনো কৃষকের ধানে যদি আদ্রতা বেশি থাকে, সে পরে ধান শুকিয়ে সঠিক আদ্রতায় দিতে পারবে। প্রতিদিন একটি ইউনিয়ন করে আমরা ধান ক্রয় করব। এতে করে কৃষক লাভবান হবে।

শষ্য সংগ্রহ জেলা কমিটির সভাপতি ও নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহ রিয়াজ বলেন, সারা দেশে ধানের দাম কমের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সরকারের নির্দেশনা রয়েছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের। সেই নির্দেশনা অনুযায়ী আমার প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে তদারকির মাধ্যমে ধান ক্রয় করবেন। একজন কৃষক এক থেকে সবোর্চ্চ দেড়টন ধান দিতে পারবেন। এতে করে কৃষকরা লাভবান হবেন এবং বাজারে ধান সংগ্রহের প্রভাব পড়লে অন্য কৃষকরাও ন্যায্যমূল্য পাবেন।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

আরও পড়ুন