মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়
মাগুরা শহরের ঢাকা রোড, আছাদুজ্জামান সড়ক ও সৈয়দ আতর আলী রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (১৯ মে) অধিদফতরের মাগুরা জেলা অফিস এই অভিযান পরিচালনা করে।
এ সময় লাইসেন্সবিহীন অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মাগুরা গ্যাস সিলিন্ডারকে পাঁচ হাজার টাকা, শৈল স্টোরকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবণ সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুই হাজার টাকা, মেসার্স গৌরব ফল ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ খেজুর ও কোমল পানীয় সংরক্ষণ-বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান আগামীতেও চলমান থাকবে।
অভিযানকালে তিনি শহরের বেবি প্লাজার ব্যবসায়ীদের মান সম্মত প্রসাধনী ও পোশাক সামগ্রী বেশি দামে বিক্রয় না করার এবং সবাইকে মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
মো. আরাফাত হোসেন/এমএমজেড