ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ট্রাক চালক-হেলপার শ্রীঘরে

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৮ মে ২০১৯

দিনাজপুরের খানসামা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে ট্রাক চালক ও হেলপারকে একমাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (১৮ মে) বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সাভারের (ঢাকা) সলিমুদ্দিনের ছেলে ট্রাক চালক সজল ইসলাম (১৯) এবং লুৎফর রহমানের ছেলে হেলপার রনি (১৮)।

জনা গেছে শনিবার সকালে খানসামা শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়া ও আসার পথে বাহাদুর বাজারে ট্রাক চালক সজল ও হেলপার রনি তাদের উত্ত্যক্ত করে।

বিষয়টি শিক্ষার্থীরা মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম ও ২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারকে অবগত করে। খবর পেয়ে ইউএনও এবং চেয়ারম্যান ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান। এরপর বিকেল ৩টায় ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম হোসেনপুরের বাহাদুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই বখাটেকে একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

এ বিষয়ে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন