ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কঠোর নজরদারিতে মাদক কারবারি-চরমপন্থীরা : আইজিপি

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৮ মে ২০১৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক নির্দেশনায় মাদক কারবারি ও চরমপন্থীসহ বিপদগামী যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদেরকেই আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছে। কারণ ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারাও যদি দেশ গড়ার শরিক হয় তাতে সবারই মঙ্গল। তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, এতোকিছুর পরও এসব মাদক কারবারি ও চরমপন্থীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশিষ্টজনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম

আরও পড়ুন