ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিতাস নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার বিকেল সোয়া ৪টায় নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা শহরের তিতাস নদীর শিমরাইলকান্দি শশ্মানঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত সীমানায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের নৌকাকাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৮টি নৌকা অংশগ্রহণ করছে।

Titas

এদিকে, নৌকাবাইচকে কেন্দ্র করে তিতাস নদীর দুই পাশে লাখো মানুষের ঢল নেমেছে। বাইচ চলাকালে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর