ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পচা খেজুর বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১২:৫০ এএম, ১৭ মে ২০১৯

ঢাকার সাভারে পচা ও গুড় মেশানো খেজুর এবং বাসি মিষ্টি বিক্রি করায় দুটি ফলের আড়ৎ ও দুটি মিষ্টির দোকানকে এক লাখ সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬) ইফতারের আগ মুহূর্তে সাভার বাজার বাসস্ট্যান্ডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পচা ও বাসি মিষ্টি বিক্রি করার দায়ে দুটি মিষ্টির দোকানকে সাত হাজার টাকা এবং পচা খেজুর বিক্রি করার অপরাধে রনি এন্টারপ্রাইজ এবং মেসার্স জিল্লু ব্রাদার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিয়ে আজ সাভারের বাজারগুলোতে অভিযান চালানো হয়। এতে পচা ও বাসি মিষ্টি রাখার জন্য দুটি দোকানের মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেসার্স জিল্লু ব্রাদার্স ও রনি এন্টারপ্রাইজ নামে দুইটি ফলের আড়তে পচা ও গুড় মেশানো খেজুর পাওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএ