ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে

প্রকাশিত: ১১:০৯ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সব ধর্মের লোকেরা শান্তিতে থাকে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে অমুসলিমদের উপরে হামলা চালানো হয়। এছাড়া তাদের বাড়িঘর লুটপাট ও ভাঙচুর চালানো হয়।

শনিবার দুপুরে ঝালকাঠি পোস্ট অফিস রোডস্থ মদনমোহন আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে সবচেয়ে হিন্দুদের উপরে বেশি নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। যাতে করে তারা তাদের ধর্ম নিবিঘ্নে পালন করতে পারে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া,পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এআরএ/আরআইপি