ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পলাশবাড়ি উপজেলার বরখাস্তকৃত চেয়ারম্যান অধ্যক্ষ মওলানা নজরুল ইসলাম লেবুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ছেলে গোলাম আজমকে (৩৮) আটক করা হয়। পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর (বিটিসি মোড়) এলাকা থেকে তাকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই বছরে পলাশবাড়ি উপজেলায় জামায়াত-শিবির চক্র যে সমস্ত ভয়াবহ নাশকতা চালিয়েছিল তার অধিকাংশের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তিনি দুই ডজন নাশকতা মামলার পলাতক আসামি। রাতে গাইবান্ধায় জামায়াতের একটি গোপন সভায় মিলিত হয়ে তিনি সাদুল্যাপুর হয়ে পলাশবাড়ি ফিরছিলে। এ সময় গোপন সংবাদ পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে তাকে ঘেরাও গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালানো হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এলাকাবাসীর অভিযোগ, মাওলানা নজরুল ইসলাম লেবু একাধিক মামলার পলাতক আসামি হওয়া সত্ত্বেও পলাশবাড়ির মেরীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে গোপনে যথারীতি হাজিরা খাতায় স্বাক্ষর করে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।

অমিত দাশ/এআরএ/আরআইপি