ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৫ মে ২০১৯

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় পণ্য তৈরির অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরের কোতোয়ালি ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

সুরাইয়া ইয়াসমিন জানান, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর উপায়ে দই তৈরি, দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আদি সাধু মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে মক্কা সুইটস, জব্বার সুইটস ও খাঁজা সুইটসকে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ctg-mobile-cort

তিনি বলেন, সাধু মিষ্টান্ন ভাণ্ডার নোংরা পরিবেশে অনেক দিনের পুরনো চিনির সিরাপে মিষ্টি তৈরি ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রি করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই বিক্রির অপরাধে তাদের সতর্কতামূলক জরিমানা করি। তাছাড়া, অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টান্ন তৈরির অপরাধে রেয়াজুদ্দিন বাজারের মক্কা, জব্বার ও খাঁজা সুইটসকেও জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা ও শহিদুল ইসলাম, ক্যাব এবং সিএমপির সদস্যরা অংশগ্রহণ নেন।

আবু আজাদ/জেএইচ/পিআর

আরও পড়ুন