দু’দেশের সম্প্রীতি রক্ষা করছে জাম্বুরা
বহুল আলোচিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরের প্রবেশ দ্বারে কাঁটাতার ঘেঁষে সম্প্রীতির স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে একটি জাম্বুরা গাছ। গাছটি ভারতীয় ভূখণ্ডে হলেও তার ডাল-পালা ও ফল ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের মাটিতে। কিন্তু ফল ছিড়তে কিংবা খেতে বাধা নেই দু’দেশের কারোরই। ফল পাকলে বিজিবি ও বিএসএফ জওয়ানরা ভাগাভাগি করে খান।
গত দু’বছর ধরে এ গাছটিতে জাম্বুরা ধরছে। বেশির ভাগ জাম্বুরা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে। করিডোর প্রবেশ দ্বারে হাত বাড়ালেই ধরা যাবে জাম্বুরাগুলো। কিন্তু দর্শনার্থীদের কৌতূহল জাম্বুরাগুলো নেবে কোন দেশ?
অনেকে আবার বলছেন, গাছটি যেন সম্প্রীতির সেতু বন্ধন রচনা করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে করিডোর দেখতে আসা দর্শনার্থীরা কৌতূহল মেটাতে মাঝে মধ্যে নানান প্রশ্ন করে বসেন। কেউ প্রশ্ন করেন-গাছ ভারতে, ফল বাংলাদেশে তাহলে ফল ছিড়েন কে ? কখনো উত্তর মেলে বিএসএফ জওয়ানদের কাছ থেকে, কখন মেলে না। কৌতূহল নিয়েই থাকেন দর্শনার্থীরা।
দহগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল খালেক জাগো নিউজকে জানান, বিএসএফ এর কাছে ফল খেতে চাইলে দিয়ে দেবে। ফল আমাদের দেশে আসায় তিনি অনেক খুশি। তিনি বললেন, এটা ভ্যাগেরও ব্যাপার।
পানবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি নায়েক সুবেদার বাদশা মিয়া জাগো নিউজকে জানান, জাম্বুরা গাছটি ভারতের ভূখণ্ডে হলেও এ গাছের ফল খেতে আমাদের কোনো সমস্য হয় না, ফল পাড়লে বিএসএফ আমাদেরও দেন। তবে জাম্বুরা ফলটি বেশ মিষ্টি।
এমএএস/এমএস